তদন্ত হবে রিয়ালের ৪ ফুটবলারের বিরুদ্ধে
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ৪ ফুটবলারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অভিযুক্ত সেই চার ফুটবলার হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবায়োস। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় গত ১২ মার্চ নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রিয়াল। অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় সেই ম্যাচে স্বাগতিক সমর্থকদের সামনে ব্যাপক উল্লাস করেন রিয়ালের খেলোয়াড়রা।
স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, উদযাপনের সময় রিয়ালের খেলোয়াড়দের আচরণ নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানিয়েছে অ্যাতলেতিকো। বিষয়টি আমলে নিয়েই উয়েফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, সম্ভাব্য অশোভন আচরণের জন্য তদন্তের মুখে আছেন অ্যান্টোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র ও দানি সেবায়োস।
চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেতিকোকে হারিয়ে ওইদিন তাদের সমর্থকদের সামনে নেচে এবং নানা অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করেছিলেন রিয়ালের খেলোয়াড়রা। যদিও রিয়াল মাদ্রিদ বিষয়টি নিয়ে এখনো কিছু জানায়নি।