রোনালদোর ছেলের সামনে ৫ দেশের হয়ে খেলার সুযোগ
বয়স মাত্র ১৪। এরই মধ্যে ফুটবলবিশ্বে পরিচিত মুখ ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। যদিও সেটি যে বাবার কল্যাণে, সেটি বলাই বাহুল্য। তবে প্রতিভা কম নয় জুনিয়র রোনালদোরও। মাঝে মাঝেই গণমাধ্যমের তরফে দেখা যায় সেটি। বাবা আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে খেললেও জুনিয়রের সামনে আছে ৫টি দেশের হয়ে খেলার সুযোগ।
ক্লাব ফুটবলে এরই মধ্যে বেশ কয়েকটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়েছে রোনালদো জুনিয়রের। জুনিয়র দলে খেলেছেন জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোতে। বর্তমানে বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে সে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বিভিন্ন দিক বিবেচনা করে রোনালদো জুনিয়র খেলতে পারবেন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে। ২০১০ সালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে খেলতেন রোনালদো। সেসময় স্পেনে থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদো তার ছেলেকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে। এর মানে, জন্মস্থানসূত্রে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে রোনালদোর ছেলেন সামনে। যদিও রোনালদো যে সেটি চাইবেন না, সেটি বলাই যায়।
খেলার সূত্রে দুই মেয়াদে ইংল্যান্ডে থেকেছেন রোনালদো। ২০২১ দ্বিতীয় যাত্রায় সফল না হলেও ছেলের কাগজপত্র করিয়ে সেদেশে খেলাতে পারবেন। সেটি করলে সতীর্থ হিসেবে পাবেন জুডে বেলিংহ্যাম-জ্যাক গ্রিলিশদের।
স্পেনে দীর্ঘদিন কাটিয়েছেন রোনালদো। দেশটির আইন অনুযায়ী, আইনগতভাবে ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। ফলে রোনালদো জুনিয়রের সামনেও সুযোগ আছে স্পেন দলে খেলার।
রোনালদো জুনিয়রের সুযোগ আছে কেপ ভার্দের হয়ে খেলারও। কী, চমকে গেলেন! আফ্রিকান দ্বীপ কেপ ভার্দের এই অধিবাসীই মূলত রোনালদো জুনিয়রের নানী। যদিও সেখানে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ওপরের চারটি দেশকে ছাপিয়ে রোনালদো জুনিয়র খেলতে চাইবেন পর্তুগালের হয়েই।