যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ /

ইরানকে নিয়ে সংশয়

ক্রীড়া ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১২:০৫
শেয়ার :
ইরানকে নিয়ে সংশয়

যুক্তরাষ্ট্রের মসনদে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে গত জানুয়ারিতে তিনি দায়িত্ব নিয়েছেন। দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর তার প্রশাসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আরও কড়াকড়ি আরোপ করেছে।

ট্রাম্প মূলত অভিবাসন নীতির ওপর বেশি জোর দিয়েছেন এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছেন। তার প্রথম পদক্ষেপগুলোর একটি ছিল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া। এ ছাড়া কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা অনেক আগে থেকেই আছে। সেই সংখ্যা এবার আরও বাড়ছে, যা ২০২৬ ফুটবল বিশ্বকাপের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। 

আগামী বছর বিশ্বকাপের ২৩তম আসর বসছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের এই বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু ট্রাম্পের সরকার যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কিংবা নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে, বিশ্বকাপে সেসব দেশের ফুটবল দল তাহলে কী করবে, কোথায় খেলবে, এ ধরনের প্রশ্ন উঠেছে। 

যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য ৪৩ দেশের একটি তালিকা প্রস্তাব করেছে। দেশগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- ১. পূর্ণ নিষেধাজ্ঞা বা লাল তালিকাভুক্ত দেশ, ২. আংশিক বা কঠোর ভিসা স্থগিতাদেশ, ৩. আংশিক নিষেধাজ্ঞার জন্য সুপারিশকৃত দেশ।

তৃতীয় ক্যাটাগরিতে থাকা দেশগুলো ৬০ দিনের মধ্যে এ নিয়ে উদ্বেগ প্রকাশ না করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে থাকা দেশগুলোর নাগরিককে শর্তসাপেক্ষে বা বিশেষ বিবেচনায় যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে। কিন্তু লাল তালিকাভুক্ত দেশের নাগরিককে কোনোভাবেই মার্কিন ভূখণ্ডে ঢুকতে দেবে না ট্রাম্প সরকার।

বিপত্তিটা এখানেই। ট্রাম্পের লাল তালিকাভুক্ত ১১ দেশের একটি ইরান, যারা এরই মধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইরান ছাড়াও পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় আছে আফগানিস্তান, উত্তর কোরিয়া, ভুটান, কিউবা, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন।

পরশু নিজেদের মাঠ আজাদি স্টেডিয়ামে বাছাই পর্বের ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়ান অঞ্চলের (এএফসি) দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। দলটি এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেল, সব মিলিয়ে সাতবার। কিন্তু এবারই প্রথম তাদের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে।

লাল তালিকায় থাকা আরেক দেশ ভেনেজুয়েলারও মূল পর্বে খেলার সম্ভাবনা আছে। দক্ষিণ আমেরিকান অঞ্চলের (কনমেবল) বাছাইয়ে ভেনেজুয়েলা এখন সাত নম্বরে আছে। এ অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়া দল প্লে-অফ পর্বে জিতে চূড়ান্ত পর্বে উঠে যেতে পারে। তবে আফগানিস্তান, উত্তর কোরিয়াকে নিয়ে ভাবতে হচ্ছে না। এই দুই দল এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছে।

ইরান জাতীয় দলের বেশির ভাগ ফুটবলার স্বদেশি ক্লাবে খেলেছেন। দলের প্রধান কোচ আমির গালেনোয়েইও একজন ইরানি। তবে দুই তারকা ফরোয়ার্ড সরদার আজমুন ও মেহদী তারেমি অনেক দিন হলো বিদেশি ক্লাবে খেলছেন।