ওয়ানডে দলে আরও ২ জনকে জায়গা দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৬:৫৭
শেয়ার :
ওয়ানডে দলে আরও ২ জনকে জায়গা দিল পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডের প্রস্তুতি নিচ্ছে তারা। এর জন্য আগে থেকেই ঘোষিত ওয়ানডে দলে আরও দুই জনকে যোগ করল পাকিস্তান। পেসার হারিস রউফ ও উইকেটকিপার ব্যাটার উসমান খান দলে জায়গা পেয়েছেন। 

নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে ৪টি-টোয়েন্টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন রউফ। অন্যদিকে উসমান একটি ম্যাচেও সুযোগ পাননি। টি-টোয়েন্টি সিরিজ খেলা ৮ ক্রিকেটার ওয়ানডে সিরিজের জন্য থেকে গেছেন। 

ওয়ানডে দলে জায়গা পাওয়া টি-টোয়েন্টি স্কোয়াডের আটজন হলেন- সালমান আলী আগা, হারিস রউফ, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, আবরার আহমেদ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আলী এবং উসমান খান। টি-টোয়েন্টি দলের বাকি আটজন খেলোয়াড় দুবাই হয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। আজ রাতেই পাকিস্তানের উদ্দেশে বিমান ধরবেন শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উমাইর বিন ইউসুফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, আব্বাস আফ্রিদি, আব্দুল সামাদ এবং জাহান্দাদ খান। 

পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২৯ মার্চ শুরু হবে। নেপিয়ারের সেই ম্যাচের পর ২ এপ্রিল হ্যামিল্টনে ও ৫ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাউন্ট মঙ্গানুইয়ে খেলবে দুই দল। 

পাকিস্তান ও নিউজিল্যান্ড এখনো পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড ৫৪টিতে জিতেছে, যেখানে পাকিস্তান ৬১টিতে জয়লাভ করেছে। তিনটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে এবং একটি টাই হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির, হারিস রউফ ও উসমান খান।