বাংলাদেশে আবার কবে আসছেন, হামজা নিজেই জানালেন

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৫, ১৬:৩৩
শেয়ার :
বাংলাদেশে আবার কবে আসছেন, হামজা নিজেই জানালেন

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে যেন নবজাগরণ ঘটেছিল। গত ১৭ মার্চ দেশে আসা হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় গত ২৫ মার্চ। এই কিছুদিনে বাংলাদেশের ফুটবল ছিল শুধুই হামজাময়। তবে এবার লিগের দায়িত্ব পালন করতে হবে। তাই ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা। 

ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলে গতকাল ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। এরপর আজ সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন হামজা। যাওয়ার আগে ভিডিওবার্তায় আবারও কখন দেশে আসবেন সেটিও জানিয়ে গেলেন। 

বাফুফের প্রকাশিত ভিডিওবার্তায় হামজাকে বলতে শোনা যায়, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বোঝাতে পারব না। ধন্যবাদ, ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’

এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ হবে অবশ্য বাংলাদেশে। তখন দেশের মাটিতে লাল-সবুজ জার্সি গায়ে অভিষেক হবে ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজার। 

১৭ মার্চ দেশে আসার পর ওইদিন ও তার পরদিন নিজ জেলা হবিগঞ্জে বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন হামজা। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন তিনি। পরদিন ঢাকায় অনুশীলন করে ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলার জন্য।