রাফিনিয়াকে কথা কম বলতে বললেন ওতামেন্দি, ক্ষমা করলেন স্কালোনি
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নামার আগে বেশ বড়সড় হুঙ্কারই দিয়েছিলেন ব্রাজিলের মাঝমাঠের ফুটবলার রাফিনিয়া। স্বদেশি কিংবদন্তি ফুটবলার রোমারিওর সঙ্গেপডকাস্টে বলেছেন, ‘আমরা ওদের গুঁড়িয়ে দেব। কোনো সন্দেহ নেই। একদম গুঁড়িয়ে দেব মাঠের ভেতরে, দরকার পড়লে মাঠের বাইরেও।’ তবে রাফিনিয়ার সেই বক্তব্য যেন বুমেরাং হয়েই এল।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিকরা। মাঠও ছিল উত্তপ্ত। পুরো ম্যাচে ফাউল হয়েছে ৪১টি। এ যেন ফিরে এল ব্রাজিলের মারাকানায় ২০২৩ সালের নভেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের ছবি।
রাফিনিয়া বেশ কয়েকবার আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে বিবাদে জড়ান। সেটি গড়ায় শারীরিক সংঘর্ষেও। ৩৮তম মিনিটে রাফিনিয়া তালিয়াফিকোকে ফাউল করলে আর্জেন্টাইনরা চেপে ধরেন রাফিনিয়াকে। ওতামেন্দি, পারদেস, রদ্রিগো ডি পলরা রাফিনিয়ার দিকে তেড়ে যান। পরে রাফিনিয়াকে উদ্দেশ্য করে ওতামেন্দি বলেন, ‘কথা কম বলো।’
যদিও রাফিনিয়া পডকাস্টে সেই কথা বললেও তাকে ক্ষমা করে দিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি রাফিনিয়াকে ক্ষমা করে দিয়েছি। কারণ, আমি জানি সে ইচ্ছা করে এটা বলেনি; সে তার দলের হয়ে বলেছে।’
ব্রাজিলের বিপক্ষে দলগতভাবে খেলার কারণে এসেছে বলেই মনে করেন স্কালোনি, ‘এটা দলীয় জয়। আমরা দল হিসেবে খেলেছি বলেই ব্রাজিলকে হারাতে পেরেছি। এমন খেলোয়াড়দের হারানোর এটাই উপায়—দলগত খেলা। তবে বলতে পারব না, এটাই সেরা জয় কি না। দারুণ একটা ম্যাচ আমরা খেলেছি।’