রোহিতের লজ্জা এখন ম্যাক্সওয়েলের ঘাড়ে

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ১১:২৮
শেয়ার :
রোহিতের লজ্জা এখন ম্যাক্সওয়েলের ঘাড়ে

ক্রিকেটে ইতিবাচক রেকর্ড যেমন ভাঙার জন্য তৈরি হয়, নেতিবাচক রেকর্ডের বেলায়ও একই কথা খাটে। এইতো চলতি ইন্ডিয়ন প্রিমিয়ার লিগে (আইপিএল) কিছুদিন আগেই শূন্য হাঁকানোর অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন ভারত অধিনায়ক ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলা রোহিত শর্মা। এবার রোহিতের রেকর্ডটি চাপল ম্যাক্সওয়েলের ঘাড়ে।

 গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যাক্সওয়েলের দল পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। সাই কিশোরের করা সেই ওভারে নিজের মুখোমুখি প্রথম বলেই রিভার্স সুইপ করতে যান ম্যাক্সওয়েল। কিন্তু ব্যাট আর বল খুঁজে পেল না। আবেদন করতেই আঙুল উঁচিয়ে ধরলেন আম্পায়ার। গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন ম্যাক্সওয়েল।

 গতকালসহ আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্টটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন রোহিত ও দীনেশ কার্তিক। এতদিন তাদের সঙ্গে থাকলেও আজ সবার ওপরে পৌঁছে গেছেন তিনি।

 আইপিএলের ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার তালিকায় এই তিন জনের পরেই রয়েছেন দুই স্পিনার পীযূষ চাওলা ও সুনীল নারাইন। প্রত্যেকে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। রশিদ খান ও মনদীপ সিংহ ১৫ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন মণীশ পাণ্ডে ও অম্বাতি রায়ডু।

 আইপিএলে গত মৌসুমটি মোটেও ভালো খেলতে পারেননি ম্যাক্সওয়েল। বিরাট কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে মাত্র ৫২ রান করেন তিনি। এরপর তাকে আর দলে রাখেনি বেঙ্গালুরু। এরপর নিলামে তাকে ৪ কোটি ৮০ লক্ষ রুপিতে কিনে নেয় তার পুরোনো দল পাঞ্জাব।