ভাগ্য ভালো বাংলাদেশের সঙ্গে গোল খাইনি: ভারত কোচ

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ০৯:৪৬
শেয়ার :
ভাগ্য ভালো বাংলাদেশের সঙ্গে গোল খাইনি: ভারত কোচ

বাংলাদেশের বিপক্ষে গোল করাটাকে একপ্রকার অভ্যাসে পরিণত করেছিলেন ভারতীয় ফরোয়ার্ড সুনীল ছেত্রী। তবে বয়স যে হয়ে গেছে ৪০! তাইতো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন ৪০ বছরের এই কিংবদন্তি। তবে বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে আবারও দলে ভেড়ানো হলো ছেত্রীকে। কারণ ভারত দলে যে গোলদাতার বড্ড অভাব!

ছেত্রী ফিরলেও তিনি গতকাল মঙ্গলবার বোতলবন্দী হয়ে রইলেন বাংলাদেশ শিবিরের হামজা চৌধুরীর কাছে। ছেত্রীর একাধিক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন তিনি। হামজার কাছে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে চতুর্থ সর্বোচ্চ (৯৫) গোলদাতা। মাঠ ছেড়ে বেঞ্চে বসে থাকা ছেত্রীর মুখ দেখেই তাই বলে দেওয়া গেছে, কতটা হতাশ তিনি।

হতাশ হয়েছেন ভারতের কোচ মানোলো মার্কেসও। ঘরের মাঠে র‌্যাংকিংয়ের অনেক নিচের দলকে হারাতে না পারার হতাশা। একের পর এক ভুল করার হতাশা। যদিও চাপে ফেললেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারলে শুরুতেই কয়েক গোলে এগিয়ে যেত বাংলাদেশ। 

সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘(হারের কারণে) আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। আমার কোচিং জীবনের এটাই সব চেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিলাম। কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না।’

খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই গোল পেতে পারত বাংলাদেশ। ভারতীয় গোলরক্ষক বিশাল কেইথের ভুলে ফাকা পোস্ট পেয়েছিলেন মজিবুর রহমান জনি। তবে গোল আদায় করতে পারেননি তিনি। সংবাদ সম্মেলনে ম্যাচের গোটা পারফরম্যান্সই ভুলে যেতে চাইলেন ভারতের কোচ, ‘এই বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না।’

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ও বাংলাদেশ ছাড়াও এই গ্রুপে আছে হংকং ও সিঙ্গাপুর। গ্রুপে এটি ছিল প্রথম ম্যাচ। পরের পর্বে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে ১৮ নভেম্বর।