ব্রাজিল ম্যাচের আগেই বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ০৭:৩৮
শেয়ার :
ব্রাজিল ম্যাচের আগেই বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই সুখবর পেয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে প্রথম দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার দিবাগত রাত ২টায় শুরু হওয়া বাছাইপর্বের অন্য ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বলিভিয়ার জিততে না পারায় বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। 

উরুগুয়ের সঙ্গে বলিভিয়ার ম্যাচটি ড্র হয়েছে গোলশূন্য অবস্থায়। এর মাধ্যমে এতে শীর্ষ ছয় দলে থাকা নিশ্চিত হয়েছে লিওনেল মেসিদের। আগামী বছর কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। তাতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি খেলবে ছয়টি দল। সপ্তম দলকে প্লে অফ খেলে যেতে হবে। 

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বাইরে রেখেই ১৩ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ২৮। অন্যদিকে উরুগুয়ের সঙ্গে ড্র করার পর বলিভিয়া ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। বাছাইপর্বে আর চারটি ম্যাচ পাবে তারা। বাকি ৪ ম্যাচে তারা পূর্ণ পয়েন্ট (১২) পেলেও আর্জেন্টিনার সঙ্গে যে ব্যবধান (১৪) তা কমিয়ে আনা সম্ভব নয়। 

বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল (আর্জেন্টিনা ম্যাচের আগে)। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উরুগুয়ে। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে প্যারাগুয়ে (১৩ ম্যাচে ২০ পয়েন্ট) ও কলম্বিয়া (১৩ ম্যাচে ১৯ পয়েন্ট)।