তামিম এখন কেমন আছেন?
দুইবার হার্ট অ্যাটাক করে বর্তমানে হাসপাতালে ভর্তি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রিং পরানোর পর বর্তমানে পর্যবেক্ষণে আছেন তিনি। আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে তামিমের। জ্ঞান ফেরার পর কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে। গতকাল পর্যন্ত এই ছিল দেশসেরা এই ওপেনারের সবশেষ আপডেট।
আজ মঙ্গলবার সকালে তামিম ইকবালের সবশেষ অবস্থা জানার জন্য একটি পোর্টাল যোগাযোগ করে ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। তিনি জানান, এখন পর্যন্ত স্থিতিশীল আছে তামিমের অবস্থান। শেষ খবর পর্যন্ত ঘুমাচ্ছেন তিনি।
মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানান, এখন পর্যন্ত ভালো আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। আজ মঙ্গলবার দুপুরে কিছু পরীক্ষা করানো হবে। সবকিছু ঠিক থাকলে সন্ধ্যা বা রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে শিফট করানো হবে।
এর আগে গতকাল সাভারের বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে টস করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম। পরে বুকে ব্যাথা অনুভব করায় আর মাঠে নামা হয়নি। অবস্থার অবনতি হলে তাকে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং দ্রুত রিং পরানো হয়।