জাপানের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপে নিউজিল্যান্ড
এশিয়ার দেশ জাপানের পর দ্বিতীয় দল হিসেবে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিল নিউজিল্যান্ড। সবশেষ ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ওশেনিয়া অঞ্চলের দেশটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১৬ বছর।
২০২৬ বিশ্বকাপের ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ফাইনালে অকল্যান্ডে সোমবার নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় তারা।
৪৮ দলের বিশ্বকাপ হবে আগামী বছরের জুন-জুলাইয়ে; কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। তিন স্বাগতিকের সঙ্গে সেখানে জায়গা নিশ্চিত করল দুই দল। নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড। এর আগে ১৯৮২ ও ২০১০ আসরে অংশ নিয়েছিল তারা।