পাকিস্তানের লিগে দল পাওয়ার পর অধিনায়কও হলেন ওয়ার্নার
দীর্ঘদিন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে এবারই প্রথম পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন তিনি। তাকে কিনে নিয়েছিল করাচি কিংস। এবার ওয়ার্নারকে অধিনায়ক হিসেবেও ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি। খবর পাকিস্তানি গণমাধ্যম এ স্পোর্টস ও সামা টিভির।
এর আগে নিজ দেশের লিগ বিগ ব্যাশসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব করেছেন ওয়ার্নার। আইপিএলে দীর্ঘদিন সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে ছিলেন তিনি। বিপিএলেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার।
গত ১৩ জানুয়ারি লাহোরের হাজুরিবাগে হওয়া পিএসএল ড্রাফটে ওয়ার্নারকে দলে ভেড়ায় করাচি। প্লাটিনাম ক্যাটাগরিতে প্রথম ডাকেই তাকে দলে নিয়ে নেয় তারা।
এতদিন করাচির অধিনায়ক ছিলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। দলে তার অবদানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে করাচি। দলটির মালিক সালমান ইকবাল বলেছেন, ‘আমরা অধিনায়ক হিসেবে করাচি পরিবারে ডেভিড ওয়ার্নারকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। ...একই সঙ্গে গত মৌসুমে শান মাসুদের দুর্দান্ত অধিনায়কত্বেরও প্রশংসা করছি।’
আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএল।