ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে ফ্রান্স
ক্রোয়েশিয়াকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। এর আগে মূল ম্যাচে আক্রমণের বন্যা বইয়ে দিয়ে ২-০ গোলে জিতে লড়াইয়ে টিকে থাকে ফ্রান্স। শেষ আটের প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ক্রোয়াটরা।
রবিবার রাতে ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ ফ্রি কিকে ফ্রান্সকে এগিয়ে নেন মাইকেল ওলিসে। পরে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।
ফ্রান্স এগিয়ে যায় ৫২তম মিনিটে। ডি বক্সের খুব কাছ থেকে চমৎকার ফ্রি কিকে জাল খুঁজে নেন মাইকেল ওলিসে। নিখুঁত শট ফেরানোর চেষ্টাও করতে পারেননি লিভাকোভিচ।
ক্রোয়াটদের প্রবল চাপে রেখে ৮০তম মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলে ফ্রান্স। ওলিসের কাটব্যাক পেয়ে ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন দেম্বেলে। তবে বাকি সময়ে অনেক চেষ্টা করলেও আর গোল করতে পারেনি ফ্রান্স।
এরপর টাইব্রেকারের রোমাঞ্চ।
প্রথম তিন শটের দুটিতেই গোল করতে পারেনি ক্রোয়েশিয়া। মার্তিন বাতুরিনার শট ঝাঁপিয়ে ঠেকান মিয়াঁ, ফ্রানিয়ো ইভানোভিচের বুলেট শট যায় বাইরে। তাদের দুই জনের মাঝে গোল করেন নিকোলো মোরো।
পরের তিন শটে জালের দেখা পান মারিও পাসালিচ, ক্রিস্তিয়ান ইয়াকিচ ও দুয়ে চালাতা সার। সাডেন ডেথে স্তানিসিচের শট ঠেকিয়ে দেন মাইক মিয়াঁ।
ফ্রান্সের প্রথম দুটি শট নেন এমবাপে ও চুয়ামেনি, এই দুটি শটে হাত লাগালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি লিভাকোভিচ। জুল কুন্দে মারেন বাইরে।
রান্দাল কোলো মুয়ানি গোল করলে জয়ের দুয়ারে পৌঁছে যায় ফ্রান্স। কিন্তু সেই যাত্রায় সুযোগ কাজে লাগাতে পারেননি এরনঁদেজ।
দুয়ে নিজের শটে জাল খুঁজে নিতে না পারলে হেরেই যেত ফ্রান্স। তবে ঠাণ্ডা মাথায় কাজ সারেন তিনি। আর নিজের শটে দলকে শেষ চারে নিয়ে যান উপেমেকানো।