নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে হায়দরাবাদের ২ রানের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৮:৫১
শেয়ার :
নিজেদের গড়া সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙতে হায়দরাবাদের ২ রানের আক্ষেপ

এবারের আইপিএলে শুরু থেকেই কানাঘুষা চলছে, আসরটির যেকোনো ইনিংসে এবার তিন শ’র বেশি রান দেখা যেতে পারে। আর সেটা করায় যে সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাবনাই বেশি, সেটিও মানেন প্রায় সবাই। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেমে সেই ঝলকই দেখাল গতবারের রানার্স আপরা।

আজ রবিবার দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে হায়দরাবাদ। আইপিএল ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। মাত্র ২ রানের জন্য সর্বোচ্চ রানের ইনিংস গড়তে পারল না তারা। সর্বোচ্চ রানের রেকর্ডটাও অবশ্য হায়দরাবাদেরই গড়া। গত মৌসুমেই ২৮৭ রান করেছিল দলটি। 

এদিনও প্রত্যাশা অনুযায়ী ব্যাট হাতে ঝড় তুললেন ট্রাভিস হেড, অভিষেক শর্মারা। তবে সবাইকে ছাড়িয়ে গেছেন মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে হায়দরাবাদের ডেরায় ভেরা ইশান কিশান। ৪৫ বলে সেঞ্চুরি আদায় করা ইশান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৭ বলে ১০৬ রান করে। 

এদিন আগের মৌসুমের মতোই খেলেছেন হেড ও অভিষেক। ১১ বলে ২৪ রান করে অভিষেক আউট হলেও ৩১ বলে ৬৭ রানের খুনে ইনিংস খেলেই থেমেছেন হেড। টপ অর্ডারের এই তিনজন বাদে দুই শ’র ওপর স্ট্রাইকরেট রেখে খেলেছেন চার ও পাঁচ নম্বরে নামা নীতিশ কুমার রেড্ডি (১৫ বলে ৩০) ও হেনরিখ ক্লাসেন (১৪ বলে ৩৪)। তাতে ২৮৬ রানে থামে হায়দরাবাদ। 

রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ধকল গেছে জোফরা আর্চারের ওপর দিয়ে। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও ৭৬ রান দিয়েছেন এই ইংলিশ পেসার। ৩ ওভার বল করে ৪৯ রান দিয়েছেন দলটির আফগান পেসার ফজলহক ফারুকি। 

গত মৌসুমজুড়েই হায়দরাবাদের আগ্রাসী ব্যাটিং দেখেছে ক্রিকেটভক্তরা। তিন বার আড়াইশোর বেশি রান তুলেছিল এবং ছ’বার দুশোর বেশি রান তুলেছিল তারা। আইপিএলের সর্বোচ্চ রানের ইনিংসে সেরা পাঁচের মধ্যে চারটিই তাই হায়দরাবাদের।