নান্নু-বাশারসহ ১৩ জন নিয়ে কোয়াবের আহ্বায়ক কমিটি গঠিত

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৭:২১
শেয়ার :
নান্নু-বাশারসহ ১৩ জন নিয়ে কোয়াবের আহ্বায়ক কমিটি গঠিত

২০১৪ সালে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছিলেন নাঈমুর রহমান দুর্জয় ও দেবব্রত পাল। দীর্ঘ ১১ বছর এই পদে কাটিয়ে অবশেষে দায়িত্ব ছাড়লেন তারা। মিনহাজুল আবেদীন নান্নু হাবিবুল বাশার সুমনসহ ১৩ জনকে নিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

আহ্বায়ক কমিটির নেতৃত্বে আছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা সেলিম শাহেদ। এছাড়া সদস্য হিসেবে আছেন নান্নু, বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। বাকি ৮ জন আটটি বিভাগীয় দলের অধিনায়ক। 

এতদিন ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরব না হওয়া এবং দায়িত্ব না ছাড়া নিয়ে অনেক সমালোচনা হয়েছে নাঈমুর ও দেবব্রতর। গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে দেখা যায়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দুর্জয়কে। পরে আজ মিরপুরে বিসিবির একাডেমি মাঠে এক বৈঠকের পর তাদের দায়িত্ব ছাড়ার কথা জানান সাবেক অধিনায়ক আকরাম খান। 

কোয়াব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ২০১৯ সালে। সেবার ক্রিকেটাররা একজোট হয়ে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনে অন্যান্য দাবির পাশাপাশি অন্যতম দাবি ছিল, কোয়াব পুনর্গঠন। তবে ৪ বছর পর ২০২৩ সালে কোয়াবের বার্ষিক সাধারণ সভা ডাকা হয়। তখন কেউ দায়িত্ব নিতে আগ্রহী না হওয়ায় ‘উপায় না পেয়ে’ আবার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন দেবব্রত ও দুর্জয়।