‘পর্তুগিজরা পাশে থাকলে কাল মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই’

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৭:০০
শেয়ার :
‘পর্তুগিজরা পাশে থাকলে কাল মাথা উঁচু করে মাঠ ছাড়তে চাই’

উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা পর্তুগালের জন্য যেমন হতাশার, রোনালদোর জন্যও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রাসমুস হয়লুন্দের গোলে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে পর্তুগাল। গোল পাননি নিজের ছায়া হয়ে থাকা রোনালদোও। তবে কোপেনহেগেনের সেই ম্যাচের হতাশা ভুলতে চান ‘সিআরসেভেন’। 

আজ রবিবার রাতে ডেনমার্কের বিপক্ষে দ্বিতীয় লেগে মাঠে নামবে ২০১৮-১৯ নেশনস লিগের চ্যাম্পিয়ন পর্তুগাল। লিসবনে অনুষ্ঠেয় এই ম্যাচ জিতে মাথা উঁচু করে মাঠ ছাড়তে চান রোনালদো। তবে সেজন্য পর্তুগালবাসীদের পাশেও চেয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এই গোলদাতা। 

লিসবনে মাঠে নামার আগে ৪০ বছরের রোনালদো বলেন, ‘আবহাওয়া অনেক উত্তেজনাপূর্ণ, আমি লুকাবো না। আমরা আরও উত্তেজনাপূর্ণ মুহূর্তে আছি কারণ আমাদের জিততে হবে, কিন্তু এটাই ফুটবলের সৌন্দর্য। আগামীকাল (আজ) আমি ভক্তদের আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, আমাদের শক্তি যোগানোর জন্য। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এটাই আমার আশা, আগামীকাল সবার জন্য একটি সুন্দর দিন হবে।’

রোনালদো আরও বলেন, ‘(জয় ছাড়া) অন্য কোনো বিকল্প নেই। যারা এই প্রতীকের (পর্তুগালের) প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তাদের অবশ্যই এই উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। আমি ৯০ মিনিটের মধ্যে খেলা হেরেছি, কিন্তু আমি কখনো প্রথমার্ধেই (প্রথম লেগ) হেরে যাইনি। আগামীকাল দ্বিতীয়ার্ধ। খেলায় এমন হয়, খারাপ দিন যায়। আমি মোটেও ভালো খেলিনি, দল খেলেনি। কিন্তু এটি জীবনের অংশ। যদি সমস্ত পর্তুগিজ জনগণ আমাদের পাশে থাকে, আগামীকাল আমি মাথা উঁচু করে (লিসবনের) আলভালাদে স্টেডিয়াম ছাড়তে চাই।’