হুইলচেয়ারে বসে থাকলেও ‘চেন্নাই ধোনিকে ছাড়বে না’

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৬:৩৪
শেয়ার :
হুইলচেয়ারে বসে থাকলেও ‘চেন্নাই ধোনিকে ছাড়বে না’

২০১৯ সালেই সবশেষ ভারতের জার্সি গায়ে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এখনো পেশাদার ক্রিকেট থেকে অবসর নেননি। এবারও আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। যদিও বিগত কয়েক মৌসুম ধরেই ধোনির অবসর নিয়ে চলছে জোর গুঞ্জন। এবারের মৌসুমে সেটি আরও জোড়ালো হয়েছে। 

কিছুদিন আগেই আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। তাতে সাঙ্কেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষ বারের মতো’। তখন অনেকেই ধোনির অবসরের বার্তা পান। তবে এবার ধোনি জানালেন, ‘যতদিন ইচ্ছা হবে, ততদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। এটা আমার দল। আমি হুইলচেয়ারে বসে থাকলেও এরা আমাকে ছাড়বে না।’ মানে, অবসরের জল্পনায় কুলুপ এটে দিলেন ‘ক্যাপ্টেন কুল’। 

ধোনির অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড়ও। তিনি বলেছেন, ‘ধোনি সব সময় আমাদের সঙ্গে আছেন। শচীন টেন্ডুলকারের বয়স ৫০ পার হয়েছে। এখনো কী দুর্দান্ত ব্যাট করছেন! আমরা সকলে সেটা দেখেছি। আমার মনে হয়, ধোনিও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারে।’

৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ে ধোনির গুরুত্ব নিয়ে রুতুরাজ বলেন, ‘ধোনি দলের সকলের অনুপ্রেরণা, আমারও। ৪৩ বছর বয়সেও যেভাবে খেলছে, সেটা এক কথায় অসাধারণ। সত্যিই প্রশংসনীয়। আমরা নিশ্চিত মাহি ভাই নিজের সেরাটা দেবে দলের জন্য। গত দু’বছর যে ভাবে খেলেছেন, সে ভাবেই খেলবেন। কোনও পরিবর্তন দেখতে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ ইনিংসগুলো আমরা মাহি ভাইয়ের ব্যাট থেকেই পাব।’

এখনো খেলে গেলেও ব্যাটিংয়ে খুব কম সময়ই দেখা যায় ধোনিকে। সাধারণত দলের যখন ১৫-২০ বল বাকি থাকে তখনই নামতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে। তবে যখন মাঠে নামেন, নিজের সর্বোচ্চটাই দেন তিনি। ক্যামিও ইনিংসে দলের পক্ষে রাখেন দারুণ ভূমিকা।