যে কারণে ধারাভাষ্য থেকে বাদ পড়লেন পাঠান
ইরফান পাঠান।
আইপিএলের গত কয়েক আসরে ধারাভাষ্য কক্ষে নিয়মিত মুখ ইরফান পাঠান। তবে এবারের টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে বাদ দেওয়া হয়েছে ভারতীয় সাবেক অলরাউন্ডারকে। ইরফান বাদ পড়ার কারণ, ধারাভাষ্যের সময় কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করতেন তিনি। যে কারণে তাকে এমন শাস্তি দিয়েছে বিসিসিআই।
গত দুই বছরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন ইরফান। এ নিয়ে ক্রিকেটাররা নাকি অভিযোগ করেছেন বোর্ডের কাছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন ইরফান এক ভারতীয় ক্রিকেটারের এত সমালোচনা করেছিলেন যে, তিনি রাগে তার মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন।
এ নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ইরফানকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। ইচ্ছে করেই নাকি কয়েকজন ক্রিকেটারের সমালোচনা করেছেন ইরফান। বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড। বোর্ড চাইছে না এসব মন্তব্যে ক্রিকেটারদের কোনো মানসিক সমস্যা হোক।