মাঠে নেমেই ইতিহাস গড়লেন কলকাতার অধিনায়ক রাহানে

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ২১:৪৮
শেয়ার :
মাঠে নেমেই ইতিহাস গড়লেন কলকাতার অধিনায়ক রাহানে

আইপিএলের ১৮তম আসরের উব্দোধনী ম্যাচ খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতা মাঠে নেমেছে দীর্ঘদিন ভারতের জাতীয় দলের হয়ে খেলা আজিঙ্কা রাহানের নেতৃত্বে। এই ম্যাচে নেতৃত্ব দিয়েই একটি ইতিহাস গড়লেন রাহানে। 

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিলেন রাহানে। এর আগে ২০১৭ সালের আইপিএলে এক ম্যাচে পুনে সুপারজায়ান্টকে এবং ২০১৮ ও ২০১৯ মৌসুমে ২৪ ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন তিনি। 

ভারতীয় হিসেবে রাহানে প্রথম হলেও আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আরও তিন বিদেশি ক্রিকেটারের। তারা হলেন- শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে এবং অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। 

আইপিএলে তিন দলকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার

কুমার সাঙ্গাকারা: পাঞ্জাব কিংস (১৩ ম্যাচ), ডেকান চার্জার্স (২৫ ম্যাচ), সানরাইজার্স হায়দরাবাদ (৯ ম্যাচ)

মাহেলা জয়াবর্ধনে: পাঞ্জাব কিংস (১ ম্যাচ), কোচি তুস্কার্স কেরালা (১৩ ম্যাচ), দিল্লি ক্যাপিটালস (ডেয়ারডেভিস, ১৬)

স্টিভেন স্মিথ: পুনে ওয়ারিয়র্স (১), রাইজিং পুনে সুপারজায়ান্ট (১৫), রাজস্থান রয়্যালস (২৭)

আজিঙ্কা রাহানে: রাইজিং পুনে সুপারজায়ান্ট (১৫), রাজস্থান রয়্যালস (২৪), কলকাতা নাইট রাইডার্স (১*)