শ্রেয়ার গান আর দিশার নাচের পর রিংকু-কোহলিকে নিয়ে নাচলেন শাহরুখও
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের উদ্বোধনী ম্যাচ চলছে। এর আগেই হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে দশ দলের জন্য আলাদা দশটি গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এছাড়া নাচে মুগ্ধ করেছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। এরপর বিরাট কোহলি ও রিংকু সিংকে নিয়ে নেচেছেন বলিউড অভিনেতা ও কলকাতা যৌথ মালিক শাহরুখ খান।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকা পালন করেছেন শাহরুখ। ভূমিকা সেরে তিনি গান গাওয়ার জন্য ডাকেন শ্রেয়াকে। ইডেনে প্রথমেই নিজের বিখ্যাত ‘তুমি যে আমার’ গান দিয়ে শুরু করেন শ্রেয়া। এরপর একে একে গান ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’, ভাগ মিলখা ভাগ’ ছবির ‘জিন্দা’। এছাড়া গেয়েছেন আমির খানের ‘রং দে বসন্তী’ ছবির গান ও শাহরুখের ‘ওম শান্তি ওম’ ছবির গানও। শেষে এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গাইতে শোনা গেল তাকে।
শ্রেয়া ঘোষাল গান গেয়ে যাওয়ার পর নাচতে ওঠেন দিশা। তার নাচের পর গান গাইতে ওঠেন রকস্টার করণ আউজলা। তার সঙ্গে নেচেছেন দিশাও। তাদের নাচ-গানের পর আবারও মঞ্চে ওঠেন শাহরুখ।
দ্বিতীয় দফায় মঞ্চে উঠে প্রথমেই বিরাটকে ডেকে নেন শাহরুখ। পরে ডাকেন রিংকুকেও। পরে তাদের দুজনের সঙ্গে নাচেন শাহরুখ। প্রথমে ‘লুট পুট গয়া’ গানে নাচলেন রিঙ্কু ও শাহরুখ। সেটি দেখে হেসেই খুন কোহলি। পরে কোহলির সঙ্গে ‘পাঠান’ গানে নাচেন শাহরুখ।
এরপরই আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের শেষের অংশ। শাহরুখের ডাকে একে একে মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি রজার বিন্নী, সচিব দেবজিৎ শইকীয়া, আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লেরা। শাহরুখ ডেকে নেন শ্রেয়া, দিশা ও করণকেও। পরে ট্রফি নিয়ে মঞ্চে ওঠেন কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানে ও বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। কোহলিকে ১৮ বছরের জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠানের শেষ করা হয়। একটু পরই মাঠে নামে কলকাতা ও বেঙ্গালুরু।