অনুষ্ঠানে সরফরাজকে ‘অসম্মান’ করায় তোপের মুখে শোয়েবের স্ত্রী
সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেশটির আরেক সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বর্তমান স্ত্রী ও অভিনেত্রী সানা জাভেদ। সেখানে সরফরাজকে উদ্দেশ্য করে তার একটি মন্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের ক্রিকেটভক্তরা। বিষয়টিকে সরফরাজের প্রতি ‘অসম্মান’ হিসেবেই দেখছেন তারা।
অনুষ্ঠানের একটি বিশেষ অংশে সরফরাজ জানান, গতিময় বলের চেয়ে ধীরগতির বলের মুখোমুখি হতে পছন্দ করেন তিনি। এরপরই সানা হেসে হেসে সরফরাজকে কটাক্ষ করার চেষ্টা করেন। সানা বলেন, ‘তুমি এমনভাবে কথা বলছো যেন কেউ তোমাকে খেলনার মতো আঘাত করেছে!’ ওই সময়ে সানা মুখভঙ্গিও ছিল একটু অতিরঞ্জিত।
জবাবে উইকেটরক্ষক সরফরাজ বলেন, ‘আমার যেখানে খেলার কথা ছিল সেখানেই খেলেছি।’ সানাও কম যান না। রসিকতা করে বলেই ফেললেন, ‘আমি আমার স্বামীর সঙ্গে যেভাবে খেলতে চাই খেলতে পারি।’ এমন বক্তব্যকে ভক্তরা এটিকে ভালোভাবে গ্রহণ করেননি।
ভক্তরা এক্সে (সাবেক টুইটার) সানার সমালোচনায় ফেটে পরেন। অনেক ভক্ত এটিকে অসম্মানজনক বলে চিহ্নিত করেছেন এবং মনে করেন, সানা কোনো বৈধ কারণ ছাড়াই খারাপ আচরণ করছেন। কেউ কেউ সানাকে উল্লেখ করে সরফরাজের কাছে ক্ষমাও চাইতে বলেন।
অনেক আগে থেকেই উর্দু টিভিতে কাজ করেন সানা। ২০১২ সালে ‘শেহর-এ-জাত’ দিয়ে তার অভিষেক হয়। এরপর থেকে টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। রুসওয়াইয়ে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী (সমালোচক) হিসেবে পিসা পুরস্কারও পেয়েছেন।
২০২০ সালে করাচিতে এক ব্যক্তিগত নিকাহ্ অনুষ্ঠানে তিনি গায়ক উমাইর জাসওয়ালকে বিয়ে করেন। কিন্তু ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে এবং ২০২৪ সালের জানুয়ারিতে সানা শোয়েবকে বিয়ে করেন। যদিও বিয়ের আগে প্রায় তিন বছর ধরে এই জুটি সম্পর্কে ছিলেন বলে জানা গেছে। ২০২৪ সালের জানুয়ারিতেই শোয়েব মালিকের সঙ্গে ভারতের টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার বিচ্ছেদের খবর বের হয়।