খাল থেকে সবজি বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১৫:০০
শেয়ার :
খাল থেকে সবজি বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় রাস্তার পাশের খাল থেকে তারা মিয়া (৬৩) নামে এক সবজি বিক্রেতার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। 

নিহত তারা মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। 

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, তারা মিয়া গ্রাম থেকে সবজি সংগ্রহ করে বিভিন্ন গ্রামীণ হাটবাজারে বিক্রি করতেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সকালে গড়াডোবা ইউপির বাঁশহাটি বাজারেে সবজি বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। 

পরিবারের লোকদের বরাত দিয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান,তারা মিয়া রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেন তার পরিবার। পরে সকালে সাতারখালি ব্রিজের পাশের খালে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করে। মরদেহের মাথায় ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।