কালাফিওরিকে জার্মানির বিপক্ষে হারাল ইতালি

স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, ০৯:৩১
শেয়ার :
কালাফিওরিকে জার্মানির বিপক্ষে হারাল ইতালি

জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালি শিবিরে ধাক্কা। দলটির ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি হাঁটুর চোটে ভুগছেন। এ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

শুক্রবার ২২ বছর বয়সী কালাফিওরির ছিটকে পড়ার কথা নিশ্চিত করে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফআইজিসি)। যেখানে ফিরতি লেগে রবিবার ডর্টমুন্ডে খেলবে ইতালি।

এর আগে ঘরের মাঠে বৃহস্পতিবার জার্মানির বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া প্রথম লেগে এই চোট পান কালাফিওরি। সান সিরোয় এদিন অতিরিক্ত সময় দিক পরিবর্তন করতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। তাতে বাঁ হাঁটুতে চোট লাগে তার।

এদিকে এফআইজিসি বিবৃতিতে জানায়, এরই মধ্যে কালাফিওরির পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। দ্রুতই আর্সেনালে ফিরে যাবেন তিনি।