স্পেন দল থেকে ছিটকে গেছেন কুবার্সি
স্পেন দল ছেড়ে ক্লাব বার্সেলোনায় ফিরতে হচ্ছে পাউ কুবার্সিকে। কেননা ডান অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এই তরুণ ডিফেন্ডার।
গত বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের মাঠে ৪১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন কুবার্সি, ম্যাচ শেষ হয় ২-২ সমতায়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, আগামী রবিবার ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিরতি লেগেও তাকে খেলাতে চেয়েছিল স্পেন। আর বার্সেলোনা চাইছিল এই খেলোয়াড়কে ক্লাবে ফিরে পেতে।
শুক্রবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, সেরে ওঠার জন্য ১৮ বছর বয়সী ফুটবলার ক্লাবে ফিরে যাবেন।