৭ বদলি নামিয়েছে ব্রাজিল, ফিফার নিয়ম কী বলে
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে ২-১ গোল হারিয়েছে ব্রাজিল। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে হওয়া এই ম্যাচে সাতজন ফুটবলারকে বদলি হিসেবে নামিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। এখানেই চলে এসেছে ফিফার নিয়ম।
করোনার সময়ে একটি দলকে চারটির পরিবর্তে সর্বোচ্চ ৫টি বদলির সুযোগ দেয়। পরে ২০২১ সালে এই নিয়মই স্থায়ী করে ফিফা। তাই প্রশ্ন উঠেছে সাতজন খেলোয়াড় বদলি হিসেবে নামিয়ে ফিফার নিয়ম কি ভেঙেছেন দরিভাল জুনিয়র? উত্তর হচ্ছে, নিয়ম ভাঙেননি ব্রাজিল কোচ। একটু ব্যাখ্যা করলেই স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা।
আজ ব্রাজিলের সপ্তম বদলি হিসেবে নেমেছিলেন ফ্লামেঙ্গোর সেন্টার–ব্যাক লিও ওরতিজের। এই ম্যাচেই অভিষেক হয় তার। যোগ করা সময়ে গোল করা ভিনিসিউজ জুনিয়রের পরিবর্তে মাঠে নামেন তিনি। এর আগে বদলি হিসেবে নামেন জোয়েলিন্তন, মাথেউস কুনিয়া, সাভিনিও, আন্দ্রে, ওয়েসলি ফ্রাঙ্কা ও বেন্তো। মাঠ থেকে উঠে যান গেরসন, জোয়াও পেদ্রো, রদ্রিগো, ব্রুনো গিমারায়েস, ভান্দেরসন ও আলিসন বেকার।
মূলত, গোলকিপার বেকারের কারণেই সাত বদলি নামানোর সুযোগ পায় ব্রাজিল। ম্যাচের ৬৯তম মিনিটে একটি ফ্রি–কিক শট পাঞ্চ করে বিপদমুক্ত করতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিদসন সানচেজের মাথার সঙ্গে গোলকিপার আলিসনের মাথা সজোরে ধাক্কা লাগে। মাঠে লুটিয়ে পড়ার পর খেলা বন্ধ থাকে ১০ মিনিট। পরে মাঠের বাইরে যেতে হয় দুজনকেই।
ফিফার নিয়মেই বলা আছে, কোনো দলের কোনো খেলোয়াড় মাথায় আঘাতজনিত চোট নিয়ে মাঠ ছাড়লে তার সঙ্গে আরও একজন খেলোয়াড় অতিরিক্ত হিসেবে খেলতে পারবেন। এই নিয়মেই আলিসনের পরিবের্ত বেন্তো নামেন ও ভিনিসিউসের পরিবর্তে ওরতিজ নামায় কোনো সমস্যা হয়নি। একই নিয়মের কারণে কলম্বিয়ার সামনেও সুযোগ ছিল সাতজন ফুটবলারকে বদলি করার।
আজ কলম্বিয়াকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২১। আর হেরে যাওয়া কলম্বিয়া নেমে গেছে ছয় নম্বরে। ১৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনার পয়েন্ট সবচেয়ে বেশি, ২৫। আগামী ২৬ মার্চ খেলবে শীর্ষ দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল।