হারলেন রোনালদো-এমবাপ্পেরা, ইতালির বিপক্ষে জার্মানির জয়
উয়েফা নেশনস লিগে হেরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। গতকাল বৃহস্পতিবার রাতে ডেনমার্কের কাছে হেরেছে পর্তুগাল। আর ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছে ওই বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। রাতের অন্য ম্যাচে ইতালিকে হারিয়েছে জার্মানি আর শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করতে পেরেছে স্পেন।
কোপেনহেগেনের পার্কেন স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগাল হেরেছে ১-০ গোলে। ডেনমার্কের হয়ে ৭৮তম মিনিটে একমাত্র গোলটি দেন রাসমুস হয়লুন্দ। গোল করে রোনালদোর মতোই ‘সিউ’ উদযাপন করেছেন তিনি। রোনালদোর বড় ভক্ত যে ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার!
ম্যাচ শেষ হয়লুন্দ জানিয়েও দেন, উপহাস করার জন্য রোনালদোর সামনে ‘সিউ’ উদযাপন করেননি। আদর্শকে সামনে রেখেই এমন উদযাপন। ডেনমার্কের জয়ের ব্যবধান এদিন আরও বড় হতে পারত। তবে প্রথমার্ধে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের পেনাল্টি রুখে দেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কস্তা। লিসবনে আগামী রবিবার রাতে ফিরতি লেগে মুখোমুখি হবে এই দুই দল।
এদিকে, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের অপর ম্যাচে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধে স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ। রবিবার রাতে প্যারিসে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে যারা জয়ী হবে তারা আগামী জুনে সেমিফাইনালে স্পেন অথবা নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে।
জিতেছে জার্মানি। ছবি: সংগৃহীত
অন্যদিকে, জার্মানি জয় পেয়েছে পিছিয়ে পড়েও। ৯ মিনিটে সান্দ্রো তোনালির গোলে এগিয়ে যায় ইতালি। তবে ৪৯তম মিনিটে টিম ক্লাইনডাইস্ট ও ৭৬ মিনিটে লিয়ন গোরেৎস্কার গোলে জয় পায় জার্মানি। জাতীয় দলের হয়ে প্রায় ৪ বছর পর গোল আদায় করলেন তিনি। জার্মানির ডর্টমুন্ডে সেই রবিবার রাতেই দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল স্পেনই। নবম মিনিটেই গোল পান নিকো উইলিয়ামস। তবে মাঝের দিকে খেই হারিয়ে ফেলে দলটি। ২৮তম মিনিটে কোডি গাকপো গোল দিয়ে সমতা ফেরানোর পর ৪৬তম মিনিটে এগিয়ে নেন রেইন্ডার্স। পরে যোগ করা সময়ে গোল দিয়ে স্পেনের হার বাঁচান মাইকেল মেরিনো।