শেষ মুহূর্তে ভিনিসিউসের নান্দনিক গোলে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১১:৫৮
শেয়ার :
শেষ মুহূর্তে ভিনিসিউসের নান্দনিক গোলে ব্রাজিলের জয়

শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। তবে প্রথমার্ধের শেষদিকে ঠিকই ম্যাচে সমতা আনে কলম্বিয়া। ম্যাচ যখন ম্যাড়ম্যাড়ে ড্রয়ের দিকে আগাচ্ছিল তখনিই জাদু দেখালেন ভিনিসিউস জুনিয়র। যোগ করা সময়ের শেষ দিকে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে কলম্বিয়ার জালে বল জড়ালেন তিনি। তাতে যেন প্রাণ ফিরে পেল ব্রাজিলের মাঠ গারিঞ্চা স্টেডিয়ামের দর্শকরা। ২-১ গোলে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরলেন তারা। 

এই জয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ২১। আর হেরে যাওয়া কলম্বিয়া নেমে গেছে ছয় নম্বরে। ১৯ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনার পয়েন্ট সবচেয়ে বেশি, ২৫। আগামী ২৬ মার্চ খেলবে শীর্ষ দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। 

আজ শুক্রবার সকালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দেখায় ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটেই পায় দুর্দান্ত এক সুযোগ। বার্সেলোনায় খেলা উইঙ্গার রাফিনিয়ার পাস ধরে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন রিয়াল মাদ্রিদে খেলা ফরোয়ার্ড ভিনিসিউস। তাকে থামাতে গিয়ে ফাউল করে বসেন কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল নুনেজ। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। গোল আদায় করতে কোনো ভুল করেননি রাফিনিয়া। 

গোল দেওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রাজিল। তবে প্রথমার্ধে আরেকটি গোল পায় কলম্বিয়াই। ৪১ মিনিটে দারুণ এক আক্রমণে ব্রাজিলের রক্ষণ এলোমেলো করে দেয় কলম্বিয়া। দুর্দান্ত ফিনিশিংয়ে কলম্বিয়াকে সমতায় আনেন কলম্বিয়ার লিভারপুল তারকা লুইস দিয়াস। সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল। 

বিরতির পরও দারুণ আক্রমণ শানাতে থাকে ব্রাজিল। পাল্টা আক্রমণে কিছু সুযোগ তৈরি করে কলম্বিয়াও। তবে কাঙ্ক্ষিত গোল পাচ্ছিল না কেউই। তবে যোগ করা সময়ে আসল ব্যবধান গড়ে দেন ভিনিসিউস। তাতে মূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এদিকে, অঞ্চলটিতে দিনের অন্য ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে পেরু। আর প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছে চিলি।