সবার আগে ২০২৬ বিশ্বকাপে জাপান

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ২০:০২
শেয়ার :
সবার আগে ২০২৬ বিশ্বকাপে জাপান

আগামী বছরের জুন-জুলাইয়ে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে আয়োজিত হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। সেখানে স্বাগতিক ৩ দেশের বাইরে প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে এশিয়ার দেশ জাপান। 

আজ বৃহস্পতিবার ঘরের মাঠে বাহরাইনকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় জাপান। দক্ষিণ এশিয়ার বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে জাপান জয় পায় ২-০ গোলে। এই নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলবে জাপান।

বাছাইপর্বে তিন ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ নিশ্চিত করল জাপান। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে জাপান। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই গ্রুপের ছয় দলের মধ্যে দুইয়ে আছে অস্ট্রেলিয়া।

১৮টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বের তৃতীয় ধাপে খেলছে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সরাসরি খেলবে বিশ্বকাপে। আর গ্রুপের তৃতীয় ও চতুর্থ হওয়া ছয়টি দল চতুর্থ রাউন্ডে দ্রুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেখানের চ্যাম্পিয়ন দলও বিশ্বকাপে জায়গা করে নেবে। দুই রানার্সআপ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। যে দল জিতবে, তারা খেলবে মহাদেশীয় প্লে-অফে।