পাসপোর্টে ইসরায়েলকে ফের নিষেধাজ্ঞার দাবি জানাল জামায়াত

অনলাইন ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৯:৩০
শেয়ার :
পাসপোর্টে ইসরায়েলকে ফের নিষেধাজ্ঞার দাবি জানাল জামায়াত

বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর গণহত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তার করতে হবে। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতানিয়াহুর বিচারের দাবি তুলতে হবে।’

বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টে ইসরায়ালে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের দোসর শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরায়েল যাওয়ার সুযোগ করে দিয়েছে। নিজেদের স্বার্থ ত্যাগ করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের বিষফোড়া, রক্তখেকো নেতানিয়াহু মানব সভ্যতার দুশমন।’

ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মুসলিমদের টাকায় ইসরায়েল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাই-বোনদের হত্যা করবে তা মেনে নেওয়া যায় না। ইসরায়েলের উপর অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক চাপ তৈরি করা দরকার।’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ইসরায়েলের মতোই বাংলাদেশের জনগণের ওপর আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। পার্থক্যটা হচ্ছে, ইসরায়েল প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিনের ওপর গণহত্যা চালাচ্ছে, আর বাংলাদেশের জনগণের ওপর নিজ দেশে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে।’

প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, শামছুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান।