রোজা রেখে ইয়ামালের খেলা নিয়ে যা বললেন কোচ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৬:০০
শেয়ার :
রোজা রেখে ইয়ামালের খেলা নিয়ে যা বললেন কোচ

মুসলিমদের পবিত্র রমজান মাস চলছে। রোজা রেখেও এই সময়ে অনেক মুসলিম খেলোয়াড়দের ফুটবল ম্যাচ খেলতে দেখা যায়। স্পেনের স্কোয়াডে থাকা একমাত্র মুসলিম ফুটবলার লামিনে ইয়ামালও রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে অনাপত্তির কথা জানিয়েছেন স্পেনে তার কোচ লুইস দে লা ফুয়েন্তে। 

আজ বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। ম্যাচটি হবে নেদারল্যান্ডসের রটারডামের দি কিউইপ স্টেডিয়ামে। ফিরতি লেগ হবে আগামী রবিবার, স্পেনের মাঠে। 

ইয়ামালের রোজা রেখে খেলা প্রসঙ্গে ম্যাচ–পূর্ব সংবাদ সম্মেলনে স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘এটা আমাদের কাছে পুরোপুরি স্বাভাবিক ব্যাপার। সে তার ক্লাবে (বার্সেলোনা) যে নীতিমালা বা নিয়মকানুন অনুসরণ করছে, এখানে তা-ই করবে। চিকিৎসা দল ও পুষ্টিবিদ তাকে খাওয়াদাওয়া সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছে।’

ফুটবলবিশ্বে বর্তমানে উঠতি তারকা হিসেবে ইয়ামালের বেশ নামডাক আছে। তার জন্ম স্পেনে তবে তারা বাবা মুনির নাসরাউয়ি একজন মরক্কোন মুসলিম। ইয়ামালের রোজা রেখে খেলার ব্যাপারে কয়েকদিন আগে প্রতিবেদনে স্প্যানিশ গণমাধ্যম মার্কা লিখেছিল, ইয়ামাল তার পৈতৃক পরিবারের সম্মানে মুসলিমদের পবিত্র মাসে রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সব ধর্মের প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, ‘সকল বিশ্বাসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সে খেলার জন্য একদম সেরা অবস্থায় আছে। যদিও আমি আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আপনাকে সব সময়ের মতো এগিয়ে যেতে হবে।’

ইয়ামালের আগেও স্পেনের হয়ে মুসলিম খেলোয়াড়রা খেলেছেন। এর মধ্যে আছেন আনসু ফাতি, আদামা তারোরে কিংবা মুনির এল হাদ্দাদিরা। তবে তাদের কেউই কেউই রমজান মাসে স্পেনের জার্সি গায়ে খেলেননি।