ফাফ ডু প্লেসিকে নিয়ে নামিবিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৫:৩৫
শেয়ার :
ফাফ ডু প্লেসিকে নিয়ে নামিবিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ফাফ ডু প্লেসিস। যদিও এখনো খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা নামিবিয়া দলে কীভাবে? তাও আবার অনূর্ধ্ব-১৯ দলে? শিরোনাম দেখে খটকা লাগতেই পারে। 

৪০ বছর বয়সী সাবেক প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসি নয়, নামিবিয়ার হয়ে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব খেলবেন ১৭ বছর বয়সী ডু প্লেসি। অবিকল নাম হওয়ায় দ্বিধায় পড়েছেন ক্রিকেটভক্তরা। 

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডু প্লেসি আইপিএলের জন্য প্রস্তুত হচ্ছেন। চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘদিন কাটানো এই টপ অর্ডার ব্যাটারের সামনে এখন দিল্লি ক্যাপিটালসের চ্যালেঞ্জ। গত তিন বছর বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন তিনি। দিল্লিতে অধিনায়ক না হলেও অক্ষর প্যাটেলের সহকারী হিসেবে রাখা হয়েছে তাকে। অভিজ্ঞতার দাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 

এদিকে, ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ। ডিভিশন ১-এ রয়েছে নামিবিয়া। তারা ছাড়াও খেলবে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিয়োনে, তাঞ্জানিয়া ও উগান্ডা। আগামী ২৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে খেলবে ডু প্লেসির নামিবিয়া। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। এবার তার কাঁধেই অধিনায়কত্বের গুরুভার।