চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ৮১ কোটি বোনাস পাচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১৪:৪৮
শেয়ার :
চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ৮১ কোটি বোনাস পাচ্ছে ভারত

চ্যাম্পিয়নস ট্রফি জিতে ভারত আইসিসির পক্ষ থেকে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার পেয়েছিল। যা বাংলাদেশি মুদ্রায় যা ২৭ কোটি ২২ লাখ টাকার বেশি। এবার দলের খেলোয়াড়, কোচ ও স্টাফরা আরও সুসংবাদ পেলো। সাফল্যের পুরস্কার হিসেবে দলকে ৫৮ কোটি রুপি (৮১ কোটি ৬৯ লাখ টাকা) বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

রোহিত-কোহলিরা গত ৯ মার্চ দুবাইয়ে ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলে।

আজ বৃহস্পতিবার বিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতীয় দলের জন্য নগদ ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা করতে পেরে বিসিসিআই আনন্দিত। এই আর্থিক স্বীকৃতি খেলোয়াড়, কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ছেলেদের নির্বাচন কমিটির সদস্যদের জন্য সম্মানী।’

বিসিসিআই বিজ্ঞপ্তিতে আরও লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে (চ্যাম্পিয়নস ট্রফিতে) আধিপত্য বিস্তার করেছে। ফাইনালে ওঠার পথে চারটি গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। দলটি তাদের অভিযান শুরু করে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের মধ্য দিয়ে। এরপর পাকিস্তানের বিপক্ষেও ৬ উইকেটের অনায়াস জয়। (গ্রুপ পর্বের শেষ ম্যাচে) তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানের জয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করে।’

এর আগে টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ১ কোটি ৫১ লাখ টাকাও পেয়েছিল ভারত।