মেসি-দিবালার পর মার্তিনেসকে নিয়েও শঙ্কায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১১:১৩
শেয়ার :
মেসি-দিবালার পর মার্তিনেসকে নিয়েও শঙ্কায় আর্জেন্টিনা

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে দুর্দশা বাড়ছেই। কেননা লিওনেল মেসিসহ প্রথমসারির একগাদা খেলোয়াড়কে হারিয়েছে তারা। এবার নতুন করে ফের দুঃসংবাদ। পেশির চোটে উরুগুয়ের বিপক্ষে হয়তো খেলতে পারবেন না লাউতারো মার্তিনেস।

গত সোমবার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৬ সদস্যের দলে ছিলেন মার্তিনেস। তবে প্রাথমিক দল থেকে ছিটকে পড়া মেসি-দিবালাদের অনুপস্থিতিতে তার ওপর দায়িত্ব ছিল অনেক। কিন্তু গণমাধ্যমের খবর, তিনিও ফিটনেস সমস্যায় ভুগছেন।

আগামী শনিবার বাংলাদেশ সময় ভোরে উরুগুয়ের মাঠে খেলবে স্কালোনির দল। আগামী বুধবার বিশ্বকাপ ও কোপা আমেরিকার শিরোপাধারীরা ঘরের মাঠে ব্রাজিলের মুখোমুখি হবে।

দল চোট সমস্যায় জর্জরিত হলেও, বাছাইপর্বে দারুণ অবস্থায় আছে আর্জেন্টিনা। ১২ ম‍্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে আছে তারা। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল।