জার্মানি ম্যাচে ছিটকে গেছেন তরুণ ইতালি স্ট্রাইকার

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৫, ১০:৩৩
শেয়ার :
জার্মানি ম্যাচে ছিটকে গেছেন তরুণ ইতালি স্ট্রাইকার

ধাক্কা খেল ইতালি শিবির। উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে মাঠে নামার আগে চোট পেয়ে ছিটকে গেছেন দলটির তরুণ স্ট্রাইকার মাতেও রেতেগি। যেখানে জার্মানির বিপক্ষে দুই লেগের কোনোটিতেই খেলতে পারবেন না এই আতালান্তা তারকা।

বুধবার ইতালি ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের ডান ঊরুর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঘরের মাঠে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম লেগ ও আগামী রবিবার জার্মানির মাঠে দ্বিতীয় লেগ খেলবে ইতালি। এই দুই ম্যাচের দল থেকে রেতেগির ছিটকে পড়ার কথাও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনায় জন্ম নেওয়া রেতেগি এবারের সেরি আয় আতালান্তার শিরোপা লড়াইয়ে উঠে আসায় অনেক বড় ভূমিকা রেখেছেন তিনি; এখন পর্যন্ত সর্বোচ্চ ২২টি গোল তার। তিনি ইতালি জাতীয় দলেও ইতোমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর থেকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে ১৮ ম্যাচে ৬টি গোল করেছেন তিনি।