ভিনিসিয়াসকে বিলিয়ন ইউরোতে নিতে চায় সৌদি প্রো লিগ
বিশ্ব ফুটবলে দলবদলের বাজারে ফের আলোচনায় ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভেড়াতে সৌদি প্রো লিগের ক্লাব থেকে এসেছে রেকর্ড পরিমাণ প্রস্তাব।
যদিও সৌদি প্রো লিগ রিয়াল মাদ্রিদ থেকে তাকে চুক্তিবদ্ধ করার জন্য এখনো তার সঙ্গে যোগাযোগ করেনি, বিভাগের একজন প্রধান এমটাই জানিয়েছেন।
তবে ভিনিসিয়াস যদি এই প্রস্তাবে রাজি হন, তাহলে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
২৪ বছর বয়সী এই সুপারস্টারের জন্য শুধু আল-আহলিই নয়, সৌদি প্রো লিগের আরও দুটি ক্লাব আল-নাসর এবং আল-হিলালও আগ্রহী। তবে বর্তমানে প্রতিযোগিতায় এগিয়ে আছে আল-আহলি। ক্লাবটি এরই মধ্যে রবার্তো ফিরমিনো, রিয়াদ মাহরেজ এবং ইভান টনির মতো তারকাদের দলে নিয়েছে।
যদিও রিয়াল মাদ্রিদ এই প্রস্তাবে তেমন আগ্রহ দেখায়নি। ক্লাবটি জানিয়েছে, ভিনিসিয়াসকে ধরে রাখার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে ২০২৩ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন ভিনিসিয়াস। গত বছরও তাকে পেতে বড় অঙ্কের প্রস্তাব এসেছিল। তখন রিয়ালে দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান তারকা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এখন দেখার বিষয়, রিয়াল মাদ্রিদ বিশাল অঙ্কের প্রস্তাব উপেক্ষা করে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখতে কতটা সফল হয়।
উল্লেখ্য, ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে।