সালমান, মাধুরী, দিশা পাটানিসহ আইপিএলের অনুষ্ঠানে থাকছেন যারা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শুরু হচ্ছে আগামী ২২ মার্চ। ইডেন গার্ডেন্সে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্ট শুরুর আগে হবে উদ্বোধনী অনুষ্ঠানও।
ইডেন গার্ডেন্সে হতে যাওয়া এই অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী দিশা পাটানির থাকার কথা জানানো হয়েছে আইপিএলের ভেরিফায়েড ফেসবুক পেজেই। এছাড়াও বিখ্যাত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের থাকার কথাও বলা হয়েছে। সেখানে থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও।
তবে এখানেই শেষ নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের ১৩টি ভেন্যুতেই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের। এসব আলাদা আলাদা অনুষ্ঠানে আলাদাভাবে উপস্থিত থাকবেন পর্দার তারকারা।
প্রতিবেদন অনুযাী, এবারের অনুষ্ঠানে থাকার কথা রয়েছে বলিউড তারকা সালমান খান, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, তৃপ্তি দিমরি, অনন্যা পান্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুরদের। দুই ইনিংসের মাঝে দুই কিংবা তিনজন শিল্পীকে উপস্থিত করানো হতে পারে।
আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির মূল মাঠ তো আছেই, এর বাইরে গুয়াহাটি, ভিশাখাপত্তনম, ধর্মশালা ও মুল্যানপুরে ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংসের মতো দল।