কোহলিদের যুব বিশ্বকাপয়ী দলের সতীর্থ এখন আম্পায়ার
২০০৮ সালে দীর্ঘ ১৭ বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। কোহলি ছাড়াও সেই দলের ক্রিকেটারদের মধ্যে এখনো খেলছেন রবীন্দ্র জাদেজা কিংবা মনীশ পান্ডেরা। অথচ, সেই দলেরই একজন সদস্য হয়ে গেলেন আম্পায়ার! দায়িত্ব থাকতে পারে কোহলি-জাদেজাদের ম্যাচেও।
কোহলিদের সেই সতীর্থের নাম তন্ময় শ্রীবাস্তব। সদ্যই ভারতীয় বোর্ডের আম্পায়ারিং পরীক্ষায় পাশ করেছেন তিনি। এখন থেকে আইপিএলে ম্যাচ পরিচালনা করতে পারবেন তিনি।
২০২০ সালে ক্রিকেটকে বিদায় বলেছিলেন তন্ময়। তখন তার বয়স মাত্র ৩০। অনেকে বিষয়টি নিয়ে উল্টো প্রতিক্রিয়া দেখালেও তন্ময় বলেছেন, ‘আমি বুঝেছিলাম ক্রিকেটার হিসাবে সেরা সময় কাটিয়ে ফেলেছি। আইপিএলে খেলার ধারেকাছেও ছিলাম না। মনে হয়েছিল, ক্রিকেটার হিসাবে আরও খেলতে চাই, না কি দ্বিতীয় ইনিংস সফল করে তুলতে চাই। আমি দ্বিতীয়টাই বেছে নিয়েছি।’
তবে আম্পায়ারিংয়ে আসার এই পথটা সহজ ছিল না তন্ময়ের। তিনি বলেছেন, ‘আম্পায়ারিংয়ের পরীক্ষার জন্য পড়াশোনা করা খুব কঠিন। রাত জেগে পড়তাম। আইন এবং তার প্রভাব জানতে হয়েছে নিবিড়ভাবে।’
২০২০ সালে আম্পায়ারিংয়ের পরীক্ষা দেওয়ার সময়ও একাধিক কাজ করছিলেন তন্ময়। আরসিবির হয়ে তরুণ খেলোয়াড় খুঁজে আনা থেকে শুরু করে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনূর্ধ্ব-১৬ এবং জম্মু ও কাশ্মীর দলের ফিল্ডিং কোচ ছিলেন।