নিষিদ্ধ হার্দিক খেলতে পারবেন না প্রথম ম্যাচ, মুম্বাইয়ের অধিনায়ক কে

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১৬:০৪
শেয়ার :
নিষিদ্ধ হার্দিক খেলতে পারবেন না প্রথম ম্যাচ, মুম্বাইয়ের অধিনায়ক কে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম ম্যাচে অধিনায়কত্ব করা হচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়ার। গত মৌসুমে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সেই নিষেধাজ্ঞা এবারের আসরের প্রথম ম্যাচে কার্যকর হবে। আজ বুধবার হার্দিক নিজেই এ তথ্য জানিয়েছেন। 

হার্দিক ম্যাচ খেলতে না পারায় প্রথম ম্যাচে মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ভারতের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। এছাড়া দলে আছেন রোহিত শর্মার মতো অভিজ্ঞ ক্রিকেটারও। গত মৌসুমে রোহিতের থেকে অধিনায়কত্ব কেড়েই হার্দিককে দেওয়া হয়। 

হার্দিক বলেছেন, ‘ভারতীয় দলে সূর্যই আমার টি-টোয়েন্টি অধিনায়ক। তাই প্রথম ম্যাচে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ওই আদর্শ লোক।’

মুম্বাইয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। রোহিত-সূর্যকুমার ছাড়াও দলে আছেন জাসপ্রিত বুমরাহর মতো অভিজ্ঞ পেসার। বিষয়টি নিয়ে হার্দিক বলেন, ‘আমি ভাগ্যবান যে তিনজন অধিনায়ক আমার সঙ্গে রয়েছেন; রোহিত, সূর্য এবং বুমরা। তারা সব সময় আমাকে ভরসা যোগায়।’

গত মৌসুমে মন্থর ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হার্দিক। আগামী রবিবার এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামবে মুম্বাই। সেদিনই রুতুরাজ গাইকোয়াড়ের সঙ্গে টস করতে নামবেন সূর্যকুমার। আইপিএলের ১৮তম আসর মাঠে গড়াচ্ছে আগামী ২২ মার্চ।