ইনজুরিতে ছিটকে যাওয়া উমরানের বদলি পেসার দলে নিল কলকাতা
ইনজুরির কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) গতি তারকা উমরান মালিক। এবার তার পরিবর্তে আরেক পেসার চেতন সাকারিয়াকে দলে ভিড়িয়েছে কেকেআর।
দুর্দান্ত গতির জন্য পরিচিতি পাওয়া উমরান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন। এবারের নিলামে তাকে ৭৫ লক্ষ রুপিতে কিনে নেয় কলকাতা। তবে ইনজুরি শেষ করে দিল তার মৌসুম। তার বদলে দলে ভেড়ানো বাঁহাতি পেসার সাকারিয়া ভারতের জার্সিতে একটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলেছেন। এছাড়াও ১৯টি আইপিএল ম্যাচে ২০ উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তার।
এবারের আইপিএলে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা। গতবারের শিরোপাজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবার যোগ দিয়েছেন পাঞ্জাব কিংসে। এবার কলকাতার নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ভেঙ্কটেশ আইয়ার।
সম্প্রতি নেতৃত্ব দিয়ে মুম্বাইকে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতিয়েছেন রাহানে। ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন একসময় ভারতের জার্সিতে খেলা এই ক্রিকেটার। নয় ম্যাচে পাঁচটি অর্ধশতক সহ ৪৬৯ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি। নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও।