ঘুরে দাঁড়িয়ে অ্যাতলেতিকোর বিপক্ষে অবিশ্বাস্য জয়ে শীর্ষে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১০:২৫
শেয়ার :
ঘুরে দাঁড়িয়ে অ্যাতলেতিকোর বিপক্ষে অবিশ্বাস্য জয়ে শীর্ষে বার্সা

ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। দল যখন পরাজয়ের পথে তখনই অবিশ্বাস্য উত্থান। ৬ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে যোগ করা সময়ে অ্যাতলেতিকো মাদ্রিদের জালে আরও দুই গোল দিল কাতালানরা। তাতে ৪-২ গোলের জয় নিয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল হ্যান্সি ফ্লিকের দল। 

অ্যাতলেতিকোর মাঠ মেত্রোপলিতানোয় শুরু থেকে অবশ্য দাপট দেখায় বার্সেলোনাই। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেননি লামিনে ইয়ামাল-রবার্তো লেভানদোভস্কিরা। উল্টো গোল খেয়ে বসে প্রথমার্ধের শেষ মিনিটে। প্রথম শটেই গোল আদায় করে নেন আলভারেস।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে আলভারেসের বদলি হিসেবে নেমে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার সরলথ। কনর গ্যালাঘারের পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। এই নিয়ে বার্সার পিবক্ষে টানা ৬ ম্যাচে গোল পেলেন নরওয়ের ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। যে রেকর্ড এতদিন ছিল শুধুই ক্রিস্টিয়ানো রোনালদোর। 

বার্সেলোনার হয়ে প্রথম ব্যবধান কমান লেভাদোভস্কি। ইনিগো মার্তিনেসের ক্রস বক্সে বুক দিয়ে নামিয়ে এক ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ের শটে গোলটি করেন পোলিশ এই স্ট্রাইকার। এটি নিয়ে চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এই তারকার গোল হলো ২২টি। ৭৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান ফেরান তোরেস। রাফিনিয়ার ক্রসে হেড থেকে গোল দেন স্পেনের এই ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে ওলমোর বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

 যোগ করা সময়ে তুমুল দাপট দেখায় বার্সেলোনা। দ্বিতীয় মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে বার্সাকে এগিয়ে নেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। বক্সের বাইরে থেকে তার শট আতলেতিকোর এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। আর যোগ করা সময়ের অষ্টম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন তোরেস। জয়ের উল্লাসে ভাসে বার্সা সমর্থকরা। 

গত চারদিনের মধ্যে স্পেনের দুই জায়ান্ট দলের কাছে হারল অ্যাতলেতিকো। এর আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেয় দিয়েগো সিমিওনের দল। সেটিও ছিল নিজেদের মাঠ মেত্রোপলিতানোয়। 

অবিশ্বাস্য এই জয়ের পর রিয়ালকে টপকে শীর্ষে উঠল বার্সেলোনা। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬০। সমান পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দুইয়ে নেমে গেল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো।