পিএসএলে নাম লিখিয়ে সুযোগ পেয়ে ভিড়লেন আইপিএলে, এবার বিপাকে বশ
চলতি বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার করবিন বশকে দলে টানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পেশোয়ার জালমি। পরে গত ৮ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ানস জানায়, চোটে পড়া আরেক প্রোটিয়া পেসার লিজার্ড উইলিয়ামসের পরিবর্তে বশকে দলে নিয়েছে তারা। বিপত্তিটা সেখানেই শুরু।
এবারই প্রথম সাংঘর্ষিক হয়েছে আইপিএল ও পিএসএলের সূচি। ২২ মার্চ শুরু হয়ে আইপিএল শেষ হবে ২৫ মে। পিএসএল শুরু হবে ১১ এপ্রিল, শেষ হবে ১৮ মে। ফলে যেকোনো একটি টুর্নামেন্টে খেলতে হবে। বশ বেছে নিয়েছিলেন আইপিএলকে।
স্বাভাবিক সময়ে যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করলেই পিএসএলের চেয়ে বেশি আইপিএলকে গুরুত্ব দেবন। তবে কোনো একটি টুর্নামেন্টে নাম লিখিয়েও সেখান থেকে আরেকটি টুর্নামেন্টে চলে যাওয়ায় আইনি জটিলতায় পড়তে হবে তাকে। বশও একই জালে ফাঁসলেন।
চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বশকে পাঠানো আইনি নোটিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই খেলোয়াড়ের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই খেলোয়াড়কে তার পেশাগত দায়বদ্ধতা ও চুক্তির শর্তাবলি ভঙ্গের যৌক্তিকতা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরিণাম কী হতে পারে, সেটি তাকে জানিয়ে দিয়ে উত্তর দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। পিসিবি এই বিষয়ে আর কোনো মন্তব্য করবে না।’