শাকিবের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাসকিন যা বললেন

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, ২১:৩৮
শেয়ার :
শাকিবের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাসকিন যা বললেন

ক্রিকেটার মূল পরিচয় হলেও সিনেমার নায়ক হওয়ার মতো প্রায় সব গুণই আছে তাসকিন আহমেদের। আজ রবিবার চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারলেনের এক অনুষ্ঠানে জাতীয় দলের এই পেসার উপস্থিত ছিলেন। সেখানে তাসকিনের কাছে জানতে চাওয়া হয় চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে। 

তাসকিনের কাছে উপস্থাপিকার প্রশ্ন ছিল, ‘শাকিব ভাই যদি তার সঙ্গে সিনেমা করার প্রস্তাব দেন। এটা কি আপনি লুফে নেবেন?’ উত্তর দিতে বেশি দেরি করলেন না তাসকিন। জাতীয় দলের এই পেসার বলেন, ‘এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং হবে। কিন্তু এই অফার এখন পেলে শাকিব ভাই-ই আমাকে বলবেন, “তুমি ভালোমতো খেলে অবসর নাও। এরপর আমার সঙ্গে আসো।”’

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন শাকিব খান। দেশসেরা এই চিত্রনায়ককে নিয়ে বিসিবির চুক্তিতে থাকা সবচেয়ে দামি খেলোয়াড় তাসকিন বলেন, ‘শাকিব ভাই তো কিংবদন্তি। আমাদের সবার প্রিয়। শাকিব ভাই, সামনাসামনি আসলে আপনি অনেক সুন্দর একজন মানুষ।’

বলে রাখা ভালো, কিছুদিন আগেই প্রকাশ করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ‘এ‍+’ ক্যাটাগরিতে রাখা হয়েছে তাসকিনকে। এই ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার তিনি। যার ফলে, বিসিবি থেকে মাসিক ১০ লাখ টাকা বেতন পাবেন তাসকিন।