গেইলের নাম ভাঙিয়ে ভয়ংকর প্রতারণা
ক্যারিবীয় ক্রিকেটার ক্রিস গেইলের ছবি ও ভিডিও দেখিয়ে হায়দরাবাদে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ৬০ বছর বয়সী এক নারী। সম্প্রতি নিজের ভাই এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ওই ব্যবসায়ী নারী। এ ছাড়া অভিযোগ করা হয়েছে আরও চারজনের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ক্রাইম পুলিশ স্টেশন। অভিযুক্ত ছয়জনের খোঁজ করছে হায়দরাবাদ পুলিশ।
ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। অভিযোগকারী নারী তার ভাই এবং ভ্রাতৃবধূকে বিনিয়োগের প্রস্তাব দেন। তাকে বলা হয়, কেনিয়ার একটি কফি সংস্থায় বিনিয়োগ করলে ভালো মুনাফার সুযোগ আছে। সংস্থাটির মালিক তার পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রে ব্যবসার প্রসার করছেন। ওই নারীর আস্থা অর্জনের জন্য গেইলের ছবি এবং ভিডিও দেখিয়ে বলা হয়, সংস্থায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারেরও বিনিয়োগ রয়েছে। মোট ৫ কোটি ৭০ লাখ রুপি বিনিয়োগ প্রয়োজন। বলা হয়, বিনিয়োগের অঙ্কের ৪ শতাংশ করে প্রতি মাসে ফেরত দেওয়া হবে। আসলে ওই সংস্থায় গেইলের কোনো বিনিয়োগই নেই!
ভাইয়ের কথা বিশ্বাস করে নিজে ২ কোটি ৮০ লাখ রুপি বিনিয়োগ করেন অভিযোগকারী নারী। এ ছাড়া বন্ধু এবং পরিবারের অন্যদের উৎসাহিত করে আরও ২ কোটি ২০ লাখ রুপি বিনিয়োগ করান। কিছু ব্যক্তি ৭০ লাখ রুপি বিনিয়োগ করেন। প্রথম কয়েক মাস সবাই বিনিয়োগের অঙ্কের ৪ শতাংশ করে ফেরত পান। সংস্থা লাভজনকভাবে চলছে এবং যুক্তরাষ্ট্রে নতুন কারখানায় উৎপাদন শুরু হয়েছে বলে জানায় সে। কিছু দিন পর থেকে সংস্থার ক্ষতির কথা বলতে শুরু করেন অভিযুক্ত ভাই এবং তার স্ত্রী। বন্ধ হয়ে যায় প্রতি মাসে আশ্বাস মতো টাকা ফেরত দেওয়া। অভিযোগকারী নারী জানান, ৫ কোটি ৭০ লাখ রুপির মধ্যে ৯০ লাখ টাকা ফেরত পেয়েছেন বিনিয়োগকারীরা।