দেখা মিলল ‘বিধ্বস্ত’ জয়ের
দেখা মিলেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে কিছুদিন নিয়মিতভাবেই মিডিয়ার সামনে আসছিলেন জয়। এরপর দীর্ঘদিন তিনি প্রকাশ্যে আসেননি। অবশেষে তার দেখা মিলেছে। ফেসবুকে তার ছবিটি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার।
ছবিটিতে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে মোবাইল ব্যবহার করছিলেন জয়। তাকে অত্যন্ত বিধ্বস্ত ও উদ্বিগ্ন লাগছিল। ক্যাপশনে দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল শনিবার বিকেলে ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার মলের ভেতরে তোলা হয়েছে।
আরও পড়ুন:
‘হামাসকে ধ্বংস করা যাবে না’
ক্যাপশনে কনক সরোয়ার লেখেন, ‘বাংলাদেশের জনগণের অন্যতম সম্পদ লুণ্ঠনকারী পলাতক হাসিনার পুত্র এখন নিসঙ্গ ! আওয়ামী লীগের জন্য ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় আছে উদ্বিগ্নতার ছাপ! মাত্র ২২১ দিন আগের যে ঔদ্ধত্যপূর্ণ জীবন- হম্বিতম্বি সব শেষ! গত ৭ মাসে তার বয়সও যেন এক ধাক্কায় ৭ বছর বেড়ে গেছে…! ( ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ার ডালাস শপিং সেন্টার মলের ভেতরে আজ বিকেলের ছবি)।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার