সোহানের ক্যারিয়ারসেরা ১৩২, সাদমানের ৭ বছর পর সেঞ্চুরি
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) দলের অন্যরা ব্যর্থ হলেও দুর্দান্ত এক ইনিংস খেললেন নুরুল হাসান সোহান। ক্যারিয়ারসেরা ১৩২ রান করেছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই ক্রিকেটার। অন্যদিকে, ৭ বছর পর লিস্ট এ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছেন অগ্রণী ব্যাংকের সাদমান ইসলাম। এই দুজনের সেঞ্চুরির দিনে জয় পেয়েছে তাদের দলও।
বিকেএসপিতে শাইনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে সোহানের ধানমন্ডি। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ক্লাবটি। সোহান ছাড়া ওপেনার হাবিবুর রহমান সোহান ৪২ বলে ৪৫ ও সানজামুল ইসলাম ৫৪ বলে ৪০ রান করেন। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১৩২ রান করেন সোহান। পরে ব্যাট করা শাইনপুকুরকে তারা ১৮০ রানে গুটিয়ে দেয়। ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন সানজামুল।
এদিকে, অগ্রণী ব্যাংকের জয় এসেছে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। ৭ উইকেটের জয় পেয়েছেন সাদমানরা। প্রথমে ব্যাট করে পুরো ৫০ ওভার খেলে ২৬০ রানে অলআউট হয় রূপগঞ্জ। সেই রান তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক।
রূপগঞ্জের হয়ে ১০৯ বলে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার অমিত মজুমদার। ৭৭ বলে ৫৭ রান করেন আসাদুল্লাহ আল গালিব। জবাব দিতে নেমে ইমরুল কায়েস ৫৮ বলে ৬২ রান করেন। আর ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া সাদমান ১১ চার ও ২ ছক্কায় ১০৮ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন।
এদিকে আবারও জিতেছে নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে গুলশান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন আজিজুল হাকিম তামিম। পরে ব্যাট করে ৪৩.২ ওভার খেলে ১৬৪ রানে অলআউট হয়ে ৫৭ রানে হারে পারটেক্স।