রিয়ালে কত টাকা আয় করেন এন্দ্রিক?
রিয়াল মাদ্রিদে চুক্তি করতে পারাটাই যেখানে কোনো ফুটবলারের স্বপ্ন, সেখানে দলটির হয়ে সুযোগ পেলেই মাঠ কাপাচ্ছেন এন্দ্রিক। মূলত আক্রমণভাগ আরও শক্তিশালী করতেই ২০২৪-২৫ মৌসুমে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে এই তরুণ স্ট্রাইকারকে কিনে নেয় রিয়াল। এই ক্লাবে এসে তিনি আবার জাতীয় দলের সতীর্থ হিসেবে পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে।
অভিষেক মৌসুমে অবশ্য খুব বেশি ঝলক দেখাতে পারছেন না এন্দ্রিক। কেননা প্রথমসারির বেশ কয়েকজন স্ট্রাইকারের কারণে তাকে বর্তমানে বদলি হিসেবেই খেলতে হচ্ছে। তবু বার্নাব্যুর দর্শকের ধ্বনি তাকে অনুপ্রেরণা দিচ্ছে।
এদিকে তুলনামূলক কম মূলেই এন্দ্রিককে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোসরা। ফলে দলের বড় নামের ভিড়ে তার আয় বেশ কমই। তবে ঠিক কত পান তিনি?
গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে, এন্দ্রিক রিয়াল থেকে সাপ্তাহিক বেতন হিসেবে ৬৭, ৪৬৪ পাউন্ড আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬ লাখ ৭৭২২ টাকা। তার বার্ষরিক আয় ৩.৫ মিলিয়ন পাউন্ড। যেখানে তিনি ক্লাবের তৃতীয় সর্বনিম্ন আয়কারী ফুটবলার। তার পরে আছেন শুধুমাত্র জেসাস ভায়েজো ও রাউল আসেনসিও।
রিয়াল মাদ্রিদে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলা হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা প্রতি সপ্তাহে ৪ লাখ ৯৮ হাজার ২৪৮ পাউন্ড আয় করেন। আর লা লিগায় সবচেয়ে বেশি আয় রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার স্ট্রাইকার রবের্ট লেভান্ডভস্কির। এই পোলিশ ফরোয়ার্ড সপ্তাহে ৫ লাখ ২৮ হাজার ৩৩০ পাউন্ড উপার্জন করেন। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকের ফুটবলার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির ক্লাব আল নাসরে খেলা এই পর্তুগিজ তারকা সপ্তাহে ৩২ লাখ ২৪ হাজার ৯৩৫ পাউন্ড ঘরে তোলেন।