দলের বাইরে গিয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৫, ২০:৪৪
শেয়ার :
দলের বাইরে গিয়ে যা বললেন নেইমার

দীর্ঘ ১৬ মাস পর দলে ডাক পেয়েছিলেন নেইমার। আগামী সপ্তাহেই মাঠে নামার কথা ছিল তার। তবে শেষ পর্যন্ত আর খেলা হলো না। বিশ্বকাপ বাছাইপর্বের কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দল থেকে ছিটকে গেছেন এই তারকা ফুটবলার। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এনদ্রিককে তার জায়গায় দলে ডাকা হয়েছে।

দল থেকে ছিটকে গিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে নেইমার বলেন, ‘ফেরার (আন্তর্জাতিক ফুটবলে) খুব কাছাকাছি ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি।’

ভক্তদের ধন্যবাদ জানিয়ে ব্রাজিলের এই তারকা আরও বলেন, ‘যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এটা প্রক্রিয়ার অংশ।’

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এই তারকা। দলটির হয়ে ব্রাজিলের ফুটবল লিগে ৭ ম্যাচে গোল করেছিলেন ৩টি। করিয়েছেন আরও ৩টি।

কিন্তু গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে তিনি পেশিতে চোট পান। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার নিশ্চিত করেছে, চোটের কারণে নেইমারকে দলে রাখা হচ্ছে না।