ইমরানের পক্ষ নেওয়াসহ তিন ঘটনায় পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের পর থেকে আচরণবিধি লঙ্ঘনের তিনটি ঘটনায় পাকিস্তানের ৮ ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। সম্মিলিত এই জরিমানার পরিমাণ ৩০ লক্ষ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ অন্তত ১৩ লক্ষ টাকা। গতকাল শুক্রবার এই তথ্য জানায় জি নিউজ।
জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের পক্ষ নেওয়ায় জরিমানা গুণতে হয়েছে পেসার আমের জামালকে। বর্তমানে জেলে আছেন ইমরান। বিভিন্ন মামলায় কারাগারে থাকা ইমরানের কয়েদি নম্বর ৮০৪। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজের হ্যাটে এই নম্বর লিখেছিলেন আমের। ১৩ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে তাকে।
এছাড়া ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে সাদা বলের সিরিজ খেলার সময় একটি ঘটনার জন্য তিন ক্রিকেটারকে ৫ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। জানা গেছে, টিম হোটেলে দেরিতে পৌঁছানোর জন্য ক্রিকেটারদের জরিমানা করা হয়। যদিও তাদের নাম উল্লেখ করা হয়নি।
আরেকটি ঘটনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরের সময়ে। ওই সফরে কারফিউ লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে পাকিস্তানের চার ক্রিকেটার সালমান আলী আগা, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক এবং আব্বাস আফ্রিদিকে।