পাকিস্তানের কাছে হারের পর বরুণের জীবনে আসে ‘ভয়ংকর অধ্যায়’
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। সেই ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিলেও কোনো উইকেট শিকার করতে পারেননি সদ্য দলে ঢোকা বরুণ চক্রবর্তী। এমন বাজে পারফরম্যান্সের পর তাকে হত্যার হুমকি দিয়েছিল ভারত সমর্থকরাই। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জীবনের কঠিনতম সেই অধ্যায়ের গল্প শোনান এই লেগ স্পিনার।
সেই টুর্নামেন্টে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে ভারত। এরপর তিন বছর আর ভারত দলে জায়গা হয়নি বরুণের। দীর্ঘদিন ধারাবাহিক পারফরম্যান্সের পর গত বছরের অক্টোবরে দীর্ঘ প্রতিক্ষার পর আবারও ভারতের জার্সি গায়ে দেন তিনি। এবারের ফেরাটা তার জন্য ছিল দারুণ।
সম্প্রতি শেষ হওয়া আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে ভারতের দলে অন্তর্ভুক্ত করা হয় এবং মাত্র ১৫.১১ গড়ে তিন ইনিংসে নয়টি উইকেট নেন। যা ভারতকে টুর্নামেন্ট জিততে বিশাল সহায়তা করে।
টুর্নামেন্ট শেষে দেশে ফিরে ২০২১ সালের সেই ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেন বরুণ, ‘এটি আমার জন্য একটি অন্ধকার সময় ছিল। আমি হতাশায় ভুগছিলাম কারণ প্রচুর প্রচারণার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েও আমি নামের প্রতি সুবিচার করতে পারিনি। একটিও উইকেট শিকার করতে না পারার জন্য অনুতপ্ত ছিলাম। এরপর, তিন বছর আমাকে (ভারত দলে) নির্বাচিত করা হয়নি। তাই, আমার মনে হয় দলে ফিরে আসাটা আমার অভিষেকের পথের চেয়েও কঠিন ছিল।’
বিশ্বকাপের পরের অভিজ্ঞতা নিয়ে বরুণ বলেন, ‘২০২১ বিশ্বকাপের পর আমি ফোনে হুমকি পেয়েছিলাম। কিছু লোক বলেছিল, ‘‘ভারতে এসো না। তুমি (আসার) চেষ্টা করলেও পারবে না।’’ কিছু লোক আমার বাড়ির কাছাকাছি আসত এবং আমাকে খুঁজে বের করত। মাঝে মাঝে আমাকে লুকিয়ে থাকতে হতো। আমি যখন বিমানবন্দর থেকে ফিরছিলাম, তখন কিছু লোক তাদের বাইকে আমার পিছু নিত।’