নেদারল্যান্ডস দলে ফিরলেন ডিপাই
উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস দলে ডাক পেয়েছেন মেমফিস ডিপাই। স্পেনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে অভিজ্ঞ এই স্ট্রাইকারকে দলে রেখেছেন কোচ রোনাল্ড কুমান।
এর আগে গত মৌসুম শেষে কিছু দিন ক্লাবহীন ছিলেন মেমফিস। আতলেতিকো মাদ্রিদ ছাড়ার পর গত অক্টোবরে খেলায় ফেরেন তিনি। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে শুরুর একাদশে থাকা ১২ ম্যাচে ৩১ বছর বয়সী তারকা করেছেন ২ গোল।
এদিকে নেদারল্যান্ডসের হয়ে ৯৮ ম্যাচে মেমফিসের গোল ৪৬টি। ডাচদের হয়ে রবিন ফন পার্সির সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে তিনি কেবল ৪ গোল দূরে।
এছাড়া গত নভেম্বরে জাতীয় দলে ফেরা ২৫ বছর বয়সী জাস্টিন ক্লুইভার্ট ধরে রেখেছেন জায়গা। বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তিনি করেছেন ১২ গোল।
কুমানের প্রাথমিক দলে ছিলেন না মাটাইস ডি লিখট। তবে নাথান আকে ও স্টিভন দে ফ্রের চোটে ২৪ জনের দলে জায়গা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।
আগামী বৃহস্পতিবার নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে খেলবে নেদারল্যান্ড। এর তিন দিন পর তারা খেলবে স্পেনের মাঠে।